হাতের কবজি ভেঙ্গে যাওয়ায় মাঠের বাইরে ছিটকে গেছেন সাব্বির রহমান। চলতি জাতীয় ক্রিকেট লিগে খেলার সময় এই চোট পান সাব্বির। সাব্বিরকে বিশ্রামে থাকতে হবে অন্তত দুই সপ্তাহ।
বিষন্নমুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, হাত ঝোলানো স্লিংয়ে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার এমনই একটি ছবি পোস্ট করেছেন এক সময়কার জাতীয় দলের তুমুল মারকুটে এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ছবির ওপর ইংরেজী ক্যাপশন, যার বাংলা তর্জমা করলে হয়-
“এনসিএল খেলতে গিয়ে হাতের কবজি ফ্র্যাকচার হয়ে গেছে। ১৫ দিন বিশ্রামের প্রয়োজন। আমার জন্য দোয়া করবেন”
জাতীয় দলের বাইরে ২০১৯ এর পর থেকেই। জাতীয় দলে আসার জন্য চেষ্টা করছেন ঘরোয়া লিগসমূহে ভালো খেলতে, খুব যে ভালো করছিলেন তা নয়। এবারের জাতীয় লিগে খেলছিলেন রাজশাহী বিভাগের হয়ে। এক ম্যাচে করেছেন ২০ ও ৯। এই ইনজুরিতে তার নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।