অবশেষে ডিপিএলে নিজের চতুর্থ ম্যাচে এসে ফিফটির দেখা পেলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হাফিজ। নিঃসন্দেহেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা হাফিজ এবারের ডিপিএলে বড় তারকাদের একজন। তবে আগের তিন ম্যাচে পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে, পেয়েছিলেন মোটে ৩২ রান সাথে ৪ উইকেট। সোমবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ৭৬তম ফিফটির দেখা পান ডানহাতি এই ব্যাটার। তবে ইনিংসটা আর বড় করতে না পারলেও দলকে ঠিকই জিতিয়েছেন।
শেখ জামালের দেয়া ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রনি তালুকদার করেন সর্বোচ্চ ৫৭ রান। সদ্যই সাউথ আফ্রিকা থেকে ফিরেই প্রথমবারের মতো দলে যোগ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৪০ বলে ২০ রান। এরপর দলের হাল ধরেন হাফিজ। নিজের ধীর গতি ইনিংসে ৪৩.২ তম ওভারে সুমন খানের করা বলটা ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে এক সিঙ্গেল নেয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত ফিফটির দেখা। এই ইনিংস খেলতে তিনি খরচ করেন ৫৭ বল, হাঁকিয়েছেন ৫ বাউন্ডারি এবং ১ ছক্কা।
তবে এরপর আর ইনিংসটা বড় করতে না পারলেও দলকে জয়ের ভিত গড়ে দিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ৪৫.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। তবে দলের হয়ে ৬ ওভারে ১.৫০ ইকোমনিতে ৯ রান খরচায় ৩ উইকেট নেয়ায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পিনার নাজমুল অপু।
এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে মোহামেডান এখন পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৬।