৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

হাসপাতাল থেকে বেরিয়ে মিরপুরের পথে ইয়াসির

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠ চট্টগ্রামে অভিষেক ইয়াসির আলী রাব্বির। অভিষেকেই ছড়াচ্ছিলেন আলো, কিন্তু সেই আলোয় শাহীন শাহ আফ্রিদির একটা বল এনে দিয়েছে অন্ধকার। ডাক করতে গিয়ে ইয়াসির আঘাত পান মাথায়, লাঞ্চ বিরতির পর আর করতে পারেননি ব্যাটিং। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও এবং সেখান থেকে বেরিয়েছেন বৃহস্পতিবার।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইয়াসির জানিয়েছেন তার বর্তমান অবস্থার কথা, “আলহামদুলিল্লাহ, আমি হাসপাতাল থেকে সুস্থভাবে বেরিয়েছি। খুব জলদিই দলের সাথে যোগ দিব এবং আসন্ন টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করব।”

রাব্বি ধন্যবাদ জানিয়েছেন তার এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদেরকেও, “যারা আমায় নিয়ে প্রার্থনা করেছেন, দুশ্চিন্তা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ যারা আমায় দেখতে এসেছিলেন এবং আন্তরিকভাবে দুঃখিত তাদের প্রতি যাদের কল আমি রিসিভ করতে পারিনি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img