হিউস্টনে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। বাংলাদেশ দল যখন শুক্রবার হিউস্টনে পৌঁছায়, তখন চলছিল ঝড়। তবে টাইগারদের বহনকারী বিমানটি নিরাপদেই অবতরণ করেছে এবং ক্রিকেটাররাও আছেন সুরক্ষিত।
সিরিজ আয়োজন নিয়ে শঙ্কার কারণ মূলত যে মাঠে ম্যাচগুলো গড়ানোর কথা সেই প্রেইরি ভিউ কমপ্লেক্সের অবকাঠামোগুলো নির্মিত করা হয়েছিল অস্থায়ীভাবে। প্রবল ঝড়ে যেগুলো লন্ডভণ্ড হয়ে গেছে।
ইএসপিএন ক্রিকেইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তার এক্স একাউন্ডে কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন, “২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে”
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ঝড়ে অস্থায়ী স্টেডিয়াম কমপ্লেক্সের গ্যালারী ও ভিআইপি তাবু ঝড়ে উড়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, প্রাক্টিস নেট, সাইটস্ক্রিন সবকিছু অস্থায়ী। যেগুলো ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে সিরিজ আয়োজন করা অনিশ্চিত।
২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। এই সিরিজের পরে টেক্সাসের আরেক মাঠ গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এখন দেখার বিষয়, টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ায় কিনা। বাংলাদেশের সিরিজ যদি মাঠে না গড়ায় তাহলে প্রস্তুতির ঘাটতি হতে পারে টাইগারদের।