আগেরদিন যে পিচে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের বল চোখেই দেখছিলেন না ইংলিশ ব্যাটাররা, ট্র্যাভিস হেড সেই একই পিচে খেলছেন তো?
৫১ বলে ছুঁয়েছেন অর্ধশতক, বাকি পঞ্চাশ করতে নিলেন মাত্র ৩৪ বল। ওয়ানডেতেও এতো ঝড়ো ইনিংস সচরাচর মেলেনা। হেড সেটি করেছেন টেস্টে, তাও গ্যাবার গ্রিনটপ উইকেটে। হেডের দুর্দান্ত শতকের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের ৯৪ ও মারনাস লাবুশেনের ৭৪ রানের কল্যাণে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ওপর তারা নিয়েছে ১৯৬ রানের লিড।
প্রথমদিন ১৪৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে দিয়ে বৃষ্টির জন্য আর ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিনের শুরুতে মার্কাস হ্যারিসকে স্লিপে ক্যাচ বানান ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। এরপর লাবুশেন ও ওয়ার্নার গড়েন ১৫৬ রানের জুটি মাত্র দেড় সেশনেই। ১১৭ বলে ৭৪ রান করে জ্যাক লিচের শিকার হন লাবুশেন। কিছুক্ষণ পর স্টিভ স্মিথকেও ১২ রানে ফেরান মার্ক উড। ৫৬তম ওভারে রবিনসন হানেন জোড়া আঘাত। শতক থেকে ৬ রান দূরত্বে আউট হন ওয়ার্নার, ক্যামেরন গ্রিন মারেন ‘গোল্ডেন ডাক’।
Two wickets in an over for Ollie Robinson 💥
He dismisses David Warner (94) and Cameron Green (0) off back-to-back deliveries!
Watch the #Ashes on https://t.co/MHHfZPQi6H (in selected regions).#WTC23 | #AUSvENG | https://t.co/pR2hqnzR22 pic.twitter.com/5fN71PgegY
— ICC (@ICC) December 9, 2021
১৬৬/১ থেকে ১৯৫/৫ এ পরিণত হওয়া অস্ট্রেলিয়াকে বিপদ থেকে রক্ষা করেন ট্র্যাভিস হেড তার দুর্দান্ত শতকে। ২০২০ সালের পর প্রথম টেস্ট খেলতে নামলেন হেড, নেমেই সেঞ্চুরি।
এর মাঝে অবশ্য অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্সের উইকেটও হারিয়েছে অজিরা। তবে দিনশেষে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ফেরত গেছেন ১১২* রানে অপরাজিত থাকা হেড ও ১০ রানে অপরাজিত থাকা মিচেল স্টার্ক।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা পেসার অলি রবিনসন।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস- ১৪৭/১০ (বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৩৪৩ /৭ (হেড ১১২*, ওয়ার্নার ৯৪, লাবুশেন ৭৪; রবিনসন ৩/৪৮)