২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

হেরেই চলছে বাংলাদেশ লেজেন্ডস

- Advertisement -

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের অভিষেক আসরে বাংলাদেশ লেজেন্ডসের পারফর্ম্যান্স ছিল নাজুক। দ্বিতীয় আসরে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল। মঙ্গলবার তারা হেরেছে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিপক্ষে, ৭০ রানে।

টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান যোগ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৫১ রান আসে তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। বাংলাদেশ লেজেন্ডসের পক্ষে সেরা বোলিং ফিগার আব্দুর রাজ্জাকের, ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে হয়েছে বাংলাদেশ লেজেন্ডসকে। তুষার ইমরান ৫২ রানের ইনিংস খেলেছেন ঠিকই তবে সেটা ৫৪ বলে। এছাড়াও ১৬ বলে ২৯ রানের ছোট্ট একটা ক্যামিও খেলেছে আবুল হাসান রাজু। সর্বসাকুল্যে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের বোর্ডে ১৪৩ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img