নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। ১২ হাজার রানের ক্লাবে নাম উঠালেন ৬ নাম্বার ক্রিকেটার হিসেবে। তবে ছাড়িয়ে গেলেন বাকি ৫ জনকে। সবচেয়ে কম ইনিংস খেলে এলিট এই ক্লাবে ঢুকে গেছেন কোহলি।
ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার এতোদিন শীর্ষস্থানটা দখলে রেখেছিলেন। ১২ হাজার রান করতে শচীনকে খেলতে হয়েছে ৩০০ ইনিংস। আর তার উত্তরসূরী কোহলি এই উচ্চতায় উঠেছেন ২৪২ ইনিংসেই। শুধু ইনিংসেই নয়, অন্যদের তুলনায় অনেক কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। ২০৯ ম্যাচেই রেকর্ডের মুকুটে নতুন পালক যুক্ত করলেন। ১২ হাজার রান করতে শচীনকে খেলতে হয়েছিলো ৩০৯ ম্যাচ।
১২ হাজার রানের ক্লাবের ব্যাটসম্যানদের মধ্যে রিকি পন্টিংয়ের ৩১৪, কুমার সাঙ্গাকারার ৩৩৬, সনাৎ জয়াসুরিয়ার ৩৭৯ ও মাহেলা জয়াবর্ধনের লেগেছিলো ৩৯৯ ইনিংস।
২৩ রান দূরে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে নামেন ভিরাট কোহলি। ৬৩ রান করে আউট হন তিনি।