২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

- Advertisement -

প্রায় ১১ বছর পর ৬ষ্ঠ বারের মতো পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। গত শনিবার এশিয়া কাপের পরবর্তী দুই আসরে আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে ২০২৫ এ ভারত এবং ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

ভারতে অনুষ্ঠিত হতে যায়া ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হলেও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।

২৫ এবং ২৭ দুই আসরেই অংশগ্রহণ করবে ছয়টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানসহ ষষ্ঠ দল নির্ধারণ হবে বাছাইপর্বের মাধ্যমে। প্রতি আসরেই থাকবে ১৩টি করে ম্যাচ।

২০২৭ সালে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ১৭তম আসরের আগে আরো পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজক ছিলো লাল-সবুজরা। সর্বপ্রথম ১৯৮৮ সালে তৃতীয় আয়োজক হিসেবে যাত্রা শুরু হয় বাংলাদেশের। প্রায় এক যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বসে বাংলাদেশে।

এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এর মাঝে ২০১২ এবং ২০১৬ আসরে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। ২০১২ সালে পাকিস্তান আর ২০১৬ সালে ভারতের কাছে হেরে শিরোপার কাছে গিয়েও ব্যর্থ হয় টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img