৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

২২১ রানের নিচে চাপা পড়ার দায় কতটা মুস্তাফিজের?

- Advertisement -

বাসু চ্যাটার্জীর হঠাৎ বৃষ্টির সিনেমা খুব নাম করেছিলো,ব্যবসাও।বাংলাদেশের নায়ক ফেরদৌস সিনেমাটি দিয়ে সবার নজরে আসে। মুভির গল্পে রাজস্থান আছে, ওখানকার একটি মেয়ে মনপ্রাণ দিয়ে বাংলার নায়ককে ভালোবাসে, সিনেমার গল্পের কারনেই মরু কন্যাকে আপন করা হয়নি ফেরদৌসের।

সে যাইহোক..রাজস্থান রয়্যালসের সত্যিকার গল্পে এবার মুস্তাফিজুর রহমান। প্রভাবশালী ভারতীয় ক্রিকেট পোর্টালগুলো রয়্যালসের স্টার্টিং ইলাভেনে মুস্তাফিজকে না রাখলেও চমক আসে ওয়াংখেড়ে। রাজস্থানের কর্তারা ঠিকই মুস্তাফিজকে গুরুত্বপূর্ন মনে করেছে।

সত্যি সর্বদা তিতা, এই বঙ্গে দুই ধরনের মানুষ আইপিএল দেখতে বসেন, প্রথম পক্ষ সাকিব আর মুস্তাফিজের জন্য। দ্বিতীয় পক্ষ খেলা দেখেন না, ওভারে ওভারে, বলে-বলে বাজি খেলে।

আগেরদিন সাকিব আল হাসানকে পেয়ে স্বস্তি, সোমবার মুস্তাফিজকে মাঠে দেখে ভালোবাসা উপচে পড়ছে পাশের দেশের বানিজ্যিক টুর্নামেন্টের উপর। বোঝার উপায় কি? কান পাতুন পাড়ার চায়ের দোকান, ড্রইংরুমে, বুঝতে পারবেন মুস্তার এলবিডাব্লিউর আওয়াজ জোড়ালো হচ্ছে আপনার আশপাশেই।

আগেরদিন সাকিব উইকেট পেয়েছিলেন একটা। মোস্তাফিজ অন্তত একটা পেলে সোনায় সোহাগা হতে পারতো। জস বাটলারকে কোনভাবেই ক্ষমা করতে পারবেনা বাংলার ভক্তরা। ২০ বলে পঞ্চাশ করা দিপকের ক্যাচ না ছাড়লে ওকে হাফসেঞ্চুরির আগেই থামানো যেত।

সানজু স্যামসনের ক্যাপ্টেন্সির অভিষেক। ব্যবহার করেছেন আট বোলার। কাজের কাজ কিচ্ছু হয়নি। ওপেনার লোকেশ রাহুল বেজায় শক্ত, খেলেছেন উনিশ ওভার দুই বল, ৪৯ বলে ৯১।

সবাই জানে গেইম চেইঞ্জার বারোদার দিপক হুডা, নামের পাশে হ্যারিকেন। শুধু নাম-ধাম বয়ে বেড়াচ্ছেন তাতো নয়, ২৮ বলে ৬৪ রান তার প্রমাণ। নামের ভারে চলছেন ক্রিস গেইল, খেলা দেখে মনে হয়নি। পাঞ্চাবের বড় রানের পুজির চল্লিশ ওই ক্যারিবিয়ানের। ৬ উইকেটে ২২১ রান, টি-টোয়েন্টির বিচারে ২২২ রানের টার্গেট বেশ শক্ত। সেই শক্ত কাজটাই করতে পারেনি রাজস্থান, শেষ বল পর্যন্ত আশা ছিল, সানজু স্যামসন পারেননি, ৪ রানের হার দিয়ে শুরু তার অধিনায়কত্বের ক্যারিয়ার।

সংক্ষিপ্ত স্কোর:

পাঞ্জাব কিংস: ২২১/৬ (২০ ওভার) (রাহুল ৯১ গেইল ৪০, হুডা ৬৪, শাহরুখ  ৬*, রিচার্ডসন ০; সাকারিয়া ৪-০-৩১-৩, মরিস ৪-০-৪১-২)

রাজস্থান রয়্যালস: ২১৭/৭ (২০ ওভার) (স্যামসন ১১৯, বাটলার ২৫, দুবে ২৩, শামি ৪-০-৩৩-২, রিচার্ডসন ৪-০-৫৫-১, আর্শদ্বীপ ৪-০-৩৫-৩, মেরেডিথ ৪-০-৪৯-১, অশ্বিন ৪-০-৪৩-০)

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img