৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

৪৮ ঘন্টায় দ্বিতীয়বার ব্যাটিংয়ে ভারত

- Advertisement -

আগের দিন পাকিস্তানের বিপক্ষে জয়, পরের দিনই আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে; ভারতীয় ক্রিকেটারদের মনে তখন সেই ভয়। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর ম্যাচ শেষে ভিরাট কোহলিকেও করা হয়েছিলো সেই প্রশ্ন। কোহলির উত্তরটা ছিল অনেকটাই এমন, “ব্যাটিং শেষে সেটাই ভাবছিলাম, কালই (মঙ্গলবার) আবার ব্যাটিং করতে হবে, ফিল্ডিং করতে হবে! কিন্তু আমরা তো পেশাদার ক্রিকেটার, দলের বেশিরভাগেরই টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, সমস্যা হবে না।”

কোহলির মতোই সেই আশা করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। টসে জিতে ইতোমধ্যেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। দলে মাত্র এক পরিবর্তন; পেসার শার্দুল ঠাকুরের জায়গায় একাদশে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। অন্যদিকে, কোনো পরিবর্তন ছাড়াই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ লালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img