২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

 ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা

- Advertisement -

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় পেসারদের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। রোহিত শর্মার দলের হয়ে ৬ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেছেন কুশল পেরেরা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫১ রান।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শানাকার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি ভারতের বোলাররা। প্রথম ওভারের তৃতীয় বলেই কুশল পেরেরাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। ইনিংসের চতুর্থ ওভারে সবচেয়ে বড় ধাক্কা খায় লঙ্কানরা।

সেই ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এক বল পর ইনফর্ম ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। পরের বলে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। হ্যাট্রিক করতে না পারলেও ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে চতুর্থ শিকার পেয়ে যান। নিজের পরের ওভারে এসে শানাকাকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন সিরাজ।

ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস। ৩৪ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে সিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে লঙ্কানদের আশা শেষ হয়ে যায়। ভারতের বিপক্ষে আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা দুনিথ ভেল্লালাগেও তেমন কিছু করতে পারেননি। মেন্ডিস ছাড়া লঙ্কান ইনিংসে দুই অঙ্কের রান করতে পেরেছেন শুধু দুশান হেমন্থ। শেষ পর্যন্ত ১৫ বলে ১ বাউন্ডারিতে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২.২ ওভারে ৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া। একটি উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img