ঘরের মাঠ, অথচ যেন সম্পূর্ণ অচেনা টাইগারদের জন্য। পঞ্চম দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। টাইগাররা ৮৩ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। লাঞ্চে যাওয়ার আগে হারের শঙ্কায় বাংলাদেশ; শেষ ভরসা হয়ে পিচে থাকা লিটন দাস-মুশফিকুর রহিম এবং ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজ!
অথচ গল্পটা হতে পারত অন্যরকম। সফরকারী দলের সাজিদ খান যখন মাত্র পনেরো ওভার বল করেই আট উইকেট নিচ্ছেন, একই পিচে বাংলাদেশের স্পিনাররা করেছেন ৫৮ ওভার; উইকেট মাত্র দুইটি! পাকিস্তানের পেসাররাও ছড়াচ্ছেন আলো। বাংলাদেশের পেসারদের যখন সুইং করাতে দেখা যায় কালেভদ্রে, সেখানে প্রথম থেকেই সুইং, রিভার্স সুইং, ইয়র্কারের পসরা সাজিয়েছেন শাহীন শাহ আফ্রিদি-হাসান আলী।
Fourth in an illustrious list! 👊 pic.twitter.com/pEm9xujJcb
— Pakistan Cricket (@TheRealPCB) December 8, 2021
যেই পিচে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা, সেখানে দুই অঙ্কের রান তুলতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশী ব্যাটিং লাইনআপ। চেনা মাঠেই অচেনা বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ফখর জামান-মোহাম্মদ রিজওয়ানরা ঠিকই বলেছিলেন, “মনে হচ্ছে যেন ঘরের মাঠেই খেলছি।”