৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

‘অধিনায়ক’ রোহিতে মুগ্ধ আফ্রিদি

- Advertisement -

নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে অধিনায়কত্বের ক্যাপ উঠতে চলেছে ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মার মাথায়। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বর্তমানে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলকে আবারও উজ্জীবিত করবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার। এমনকি পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিও নাকি ভরসা রাখছেন তাঁর উপর! জানিয়েছেন, অধিনায়ক হিসেবে রোহিত দারুণ কার্যকরী।

“রোহিত এমন একজন উচ্চমানের খেলোয়াড়, যার দুর্দান্ত শট সিলেকশন এবং ক্রিকেটীয় মস্তিষ্ক দেখার মতো! তাঁর মধ্যে ভালো অধিনায়ক হওয়ার সকল বৈশিষ্ট্যই বিদ্যমান”- রোহিতের অধিনায়কত্ব প্রসঙ্গে আফ্রিদি

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার রোহিতকে দেখেছেন খুব কাছ থেকে। আইপিএলের প্রথম আসরে এই দুই তারকাই যে একসাথে খেলেছিলেন ‘ডেকান চার্জার্স’ দলের হয়ে। তখন থেকেই তিনি নাকি রোহিতের ভক্ত! রোহিত ভারত দলের অমূল্য এক সম্পদ বলেই মনে করেন আফ্রিদি। তাঁর মতে,

“আমি ওর সাথে এক বছর খেলেছি। ওর মন-মানসিকতা অনেক উঁচু মাপের। সে ভারত দলের এমন একজন সম্পদ, যে দলের কঠিন সময় নিজেকে যেমন শান্ত রাখতে পারে; ঠিক তেমনি প্রয়োজনের সময় আগ্রাসী ভূমিকাও পালন করতে সক্ষম”

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img