সাকিব আল হাসান টেস্ট খেলবেন কি খেলবেন না, খেললেও কীভাবে খেলবেন, তাঁরই বা পরিকল্পনা কী এইসব প্রশ্নে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট। অবশেষে মিলতে চলেছে সমাধান; ওয়ানডে সিরিজ শেষেই সাকিব আল হাসানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
“আপনারা শুনেছেন যে টেস্ট ম্যাচ সে খেলতে চাচ্ছে না। আবার অনেক সময় আমরা জানি টেস্ট ম্যাচ সে খেলতে চায়। কিন্তু সে কতগুলা খেলা খেলবে কিংবা তার পরিকল্পনাটা কী আমরা এটা জানতে চাচ্ছি। সেটা আমাদের কাছে ক্লিয়ার করুক। আশা করি, ওয়ানডে সিরিজের পর আমরা জানতে পারব”- সাকিব প্রসঙ্গে জালাল ইউনুস
সেইসাথে জালাল ইউনুস বলেছেন বোর্ড কী চায়, “বোর্ড চায় সে খেলুক। সে আমাদের দলের সেরা অলরাউন্ডার। আমরা নিশ্চিতভাবেই চাইব সে খেলুক। তবে তার ইচ্ছেটা জানা জরুরী।”
দুই সপ্তাহ আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, “দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় সাকিবের আইপিএলে যাওয়ার কথা ছিল। পরে শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা ছিল। সেভাবেই আমরা আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলাম। যেহেতু এখন ফ্রি আছে, সামনের টেস্টগুলো খেলতে পারে। তবে তার সঙ্গে এখনও চূড়ান্ত আলাপ-আলোচনা করিনি। আলাপ-আলোচনা করে ঠিক করব, কোন সংস্করণে খেলবে। সে বলেছে আমাদের সঙ্গে আলোচনা করবে। সেটার অপেক্ষায় আছি আমরা।”
অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে সোমবারেই, বৃহস্পতিবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ধারণা করা হচ্ছে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই সাকিবের সাথে আলোচনায় বসবে বিসিবি।