চেলসি-আতলেতিকো ম্যাচে গোল হয়েছে মোটে একটা। কিন্তু বায়ার্ন মিউনিখের গোল ক্ষুধা ছিল। তাই গুনে গুনে চার গোল দিয়েছে লাৎজিওর জালে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে ক্লাব কাপ চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ ব্যবধানে। এই জয়ে জার্মানরা এক পা দিয়ে রাখলো কোয়ার্টার ফাইনালে
শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বায়ার্ন। ৯ মিনিটেই লিডটাও পায় তারা। লাৎজিও গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান লেভানদফস্কি। জায়গামতো বল পাঠাতে ভুল করেননি। বায়ার্ন এগিয়ে যায় পোলিশ স্ট্রাইকারের গোলে।