ফাইনালের মঞ্চ প্রস্তুত, প্রস্তুত শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা ও কলম্বিয়াও। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিদের মুখোমুখি হবে হামেস রদ্রিগেজরা।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের চূড়ায় উঠবে মেসির আর্জেন্টিনা। একমাত্র দল হিসেবে ১৬টি শিরোপা জেতার অনন্য কীর্তি গড়বে তারা। বর্তমানে উরুগুয়ের সাথে যৌথভাবে ১৫টি করে কোপার শিরোপা জিতে শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে লুইস দিয়াজ-রদ্রিগেজদের সামনে সুযোগ নিজেদের ইতিহাসের দ্বিতীয় কোপার শিরোপা ঘরে তোলার। ২০০২ সালের পর আর কোপার শিরোপা জিততে পারেনি তারা।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে কলম্বিয়া। ২০২২ সালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে অপরাজিত আছে তারা। টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত যাত্রা ধরে রেখেছে কলম্বিয়া। এই কোপাতেও ফর্ম ধরে রেখেছে রদ্রিগেজ-দিয়াজরা। গ্রুপ পর্বে ব্রাজিলকে হারানোর পর সেমিফাইনালে উরুগুয়ের মতো দলকে টপকে ফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশেষ করে এবারের কোপা দিয়ে যেন নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন রদ্রিগেজ। এখন পর্যন্ত ১টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন তিনি।
আর্জেন্টিনার সামনে রয়েছে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জয়ের হাতছানি। সেই লক্ষ্যে বেশ ভালোভাবেই রয়েছে তারা। চলমান কোপাতে প্রতিপক্ষের জালে ৮ গোল দিয়েছে হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্তিনেজরা। আর্জেন্টিনা গোল হজম করেছে মাত্র ১টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে লাউতারো। আলভারেজের গোলসংখ্যা ২টি। সেমিফাইনালে গোল করে ফর্মে ফেরার আভাস দিয়েছেন মেসি নিজেও। নামটা যেহেতু মেসি তাই কলম্বিয়াকে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে বাড়তি পরিকল্পনা করতেই হচ্ছে।
কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অতীত পরিসংখ্যান কথা বলছে মেসিদের পক্ষেই। সব মিলিয়ে ৪৩ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনার জয় ২৬টি আর কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচ। ড্র হয়েছে বাকি ৮টি। সবশেষ ১২ ম্যাচের মধ্যে আর্জেন্টিনাকে স্রেফ একবার হারাতে পেরেছে কলম্বিয়া, ২০১৯ কোপা আমেরিকার গ্রুপ পর্বে।
ধারে-ভারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও শিরোপা জেতার লক্ষ্যেই মাঠে নামবে কলম্বিয়া। ফাইনালের আগে সেই আভাসই দিয়েছেন দলটির কোচ লরেন্সো।
তিনি বলেছেন, “ভালো পারফরম্যান্স যদি না করতাম, তাহলে আমরা এখানে (ফাইনাল) থাকতাম না। এখন আর্জেন্টিনাকে হারাতে আমাদের সেরা রূপে নামতে হবে এবং সেটি কয়েক গুণ বাড়াতে হবে”
কোপার শিরোপা নিজেদের করে নিতে বদ্ধ পরিকর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। বর্তমান চ্যাম্পিয়নরা আগের ম্যাচগুলোর মতোই একইভাবে খেলবে বলে জানিয়েছেন তিনি।
স্ক্যালোনি বলেন, “আমরা সবসময় একইভাবে খেলার চেষ্টা করি। এই দলের ডিএনএ একই আছে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ফাইনাল জেতার চেষ্টা করব। আমাদের খেলার ধরন বদলাবে না। তবে একটি বিষয় পরিষ্কার, ফাইনাল সবসময় বিশেষ”
এখন দেখার বিষয়, কলম্বিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপার শিরোপা ঘরে তুলতে পারে কি না আর্জেন্টিনা। নাকি মেসি-দি মারিয়াদের হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতবে কলম্বিয়া।