১৪ মার্চ ২০২৫, শুক্রবার

অফফর্মের কারণে রাসেল, অনীহার কারণে নেই নারিন!

- Advertisement -

বুধবার দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জায়গা হয়নি আন্দ্রে রাসেল-সুনিল নারিনের; কারণ হিসেবে রাসেলের অফফর্ম আর নারিনের খেলার অনীহার কথা বলেছেন দলের প্রধান নির্বাচক।

রাসেলকে নিয়ে বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, “আমরা রাসেলের পারফর্ম্যান্সে সন্তুষ্ট নই, যেই ধরনের পারফর্ম্যান্স আমরা তাঁর কাছে আশা করেছি তেমন পারফর্ম্যান্স সে করতে পারছে না। তাই তাঁর জায়গায় এই ফরম্যাটে যারা ভালো করছে তাদেরই দলে রাখা হয়েছে।”

অপরদিকে নারিনের সাথে যোগাযোগ করা হলেও নাকি তেমন সাড়া মেলেনি বলে জানিয়েছেন হেইন্স, “নারিনের কাছ থেকে আমি তেমন আগ্রহ দেখিনি। অধিনায়ক তাঁর সাথে কথা বললেও সে খেলার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি।”

 

তবে, নারিন-রাসেলের দলে জায়গা না হলেও গত বিশ্বকাপের পর আবারও দলে ফিরেছেন এভিন লুইস। এমনকি চমক হিসেবে দলে নেয়া হয়েছে স্পিনার ইয়ানিক ক্যারিয়াহকেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল

নিকোলাস পুরান (অধিনায়ক), রোভমান পাওয়েল, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেইটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার এবং ওদিয়েন স্মিথ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img