সব শঙ্কা কাটিয়ে মাউন্ট মঙ্গানুইয়ের নীল আকাশের নিচে বাংলাদেশ দল যখন প্র্যাকটিসে ব্যস্ত তখন টাইগার শিবিরে আরও একটি সুখবর। করোনা নেগেটিভ হয়ে অবশেষে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হেরাথের ভাবনা জুড়ে এখন শুধুই নিউজিল্যান্ড সিরিজ। সেইসাথে সুস্থ হয়েই বিসিবি এবং নিউজিল্যান্ড স্বাস্থ্য অধিদফতরের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই স্পিন কোচ।
“অবশেষে, টেস্ট শুরুর ৪দিন আগেই আমাকে রিলিজ দেয়া হয়েছে। দলের সাথে আবারো যোগদান করতে পেরে আমি সত্যিই অনেক খুশি”-নিউজিল্যান্ড থেকে এক ভিডিওবার্তায় বলছিলেন হেরাথ
করোনা পজিটিভ হওয়ার পর থেকেই হেরাথকে যেতে হয়েছে নিউজিল্যান্ড স্বাস্থ্য অধিদফতরের পর্যবেক্ষণের মধ্যে। নিজের দুঃসময়ে তিনি পাশে পেয়েছেন বিসিবিকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রঙ্গনা হেরাথ, “এই দুই সপ্তাহ আমার জন্য অনেক বেশি কঠিন ছিলো। বিসিবি এবং নিউজিল্যান্ডের হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমার ভালোভাবে দেখাশুনা করেছে। এখন শুধুই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবতে চাই। ধন্যবাদ।“