২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অবশেষে মাঠে ফিরছে জাতীয় লিগ

- Advertisement -

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকার কারণে বেশ কিছু বড় নাম না থাকলেও, নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের আগে মমিনুল হক-মেহেদি হাসান মিরাজদের জন্য যে দারুণ এক প্রস্তুতির সুযোগ হতে চলেছে এই জাতীয় লিগ, তা অনুমান করাই যায়।

জাতীয় লিগকে সামনে রেখে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। টানা দশদিন চলবে এই ক্যাম্প। ক্যাম্প শেষে ১ অক্টোবর ফিটনেস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে ক্রিকেটাররা। ১৬ অক্টোবর থেকে জাতীয় লিগ মাঠে গড়ানোর পূর্বে ১৩, ১৪ এবং ১৫ তারিখে কোয়ারেন্টিনে থাকবে প্রতিটি দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্ট।

বছরের শুরুতে করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। জাতীয় লিগের ভেন্যু কক্সবাজারে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল বন্ধ করায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এরপর পরিস্থিতি অনুকূলে আসলে আবার শুরু হবে জাতীয় লিগ এই আশ্বাস দেয়া হলেও লিগের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। অবশেষে  আবার নতুন করে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় লিগ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img