২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অবসর নিয়েছেন স্টেইন

- Advertisement -

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ডেল স্টেইন। মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন সাউথ আফ্রিকান এই পেসার।

ক্রিকেটের সেরা সেরা পেসারদের মধ্যে একজন ডেল স্টেইন। ইতোমধ্যেই পৌঁছে গেছেন কিংবদন্তিদের কাতারে। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রোটিয়া নিয়েছেন প্রায় ৭০০ উইকেট। সাউথ আফ্রিকার জার্সি গায়ে ৯৩ টেস্টে নিয়েছেন ৪৩৯ উইকেট, ১২৫ ওয়ানডেতে ১৯৬ আর ৪৭ টি-টোয়েন্টিতে তার শিকার ৬৪ উইকেট।

ক্যারিয়ারে টেস্ট খেলার দিকেই বেশি মনোযোগী ছিলেন স্টেইন, সীমিত ওভারের ক্রিকেট খেলতেন বেছে বেছে। নিজের প্রিয়তম ফরম্যাট টেস্ট থেকেই সরে দাড়িয়েছিলেন সবার আগে, ২০১৯ সালে। সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগী হতেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। দুই বছর না পেরোতেই এবার ঘোষনা দিলেন ক্রিকেট ছাড়ার।

“আজ আমি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে সরে দাড়ালাম। কষ্টদায়ক, তবে আমি কৃতজ্ঞ”-অবসর প্রসঙ্গে স্টেইন

নিজের ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন স্টেইন। দুই দশকের অনুশীলন, ম্যাচ, সফরের মধুর স্মৃতি স্টেইনের। নিজের টুইটারে সেই স্মৃতির গল্প করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

“২০ বছর ধরে আমি অনুশীলন করছি, ম্যাচ খেলছি, হারছি-জিতছি, সফর করেছি, বন্ধুত্ব করেছি- সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। বলার মতো অনেক স্মৃতি আছে আমার, বলারও আছে অনেককিছু”

৩৮ বছরবয়সী স্টেইন ২০২০ আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। তবে মাঠে নামতে পেরেছেন মাত্র তিন ম্যাচ। ২০২১ সালে খেলেছেন পাকিস্তান সুপার লগে। সেটাই পেশাদার ক্রিকেটার হিসেবে তার শেষ যাত্রা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img