ইংল্যান্ডের হয়ে খেলে ফেলেছেন সাতটি ওয়ানডে এবং নয়টি টি-টোয়েন্টি ম্যাচ। সাকিব মাহমুদের বয়স মাত্র চব্বিশ; রোববার অভিষেক হয়েছে বিগ ব্যাশ ক্রিকেট লিগেও। আর, অভিষেকেই সাকিবের বাজিমাত; তিন ওভার বল করে তুলে নিয়েছেন ২২ রানে ৪ উইকেট, একা হাতে গুড়িয়ে দিয়েছেন ব্রিসবেন হিটের টপঅর্ডার।
অভিষেক ম্যাচ, বল হাতেও ইনিংসের সূচনায় ইংলিশ পেসার। প্রথম বলেই ক্রিস লিনের চার, হতাশ সাকিব! কিন্তু, ভাগ্য যে লিখে রেখেছিলো অন্য কিছুই। তৃতীয় বলেই লিনকে বানিয়েছেন মিড অফে ক্যাচ; পঞ্চম বলে ফিরিয়েছেন বেন ডাকেটকেও।
Just nine runs conceded. FOUR wickets 🔥
What a @BBL debut for Saqib Mahmood, who still has two overs left 😮 #BBL11
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 19, 2021
প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেয়া সাকিব পরের ওভার বল করতে এসে ফিরিয়েছেন আরও তিন ব্যাটসম্যানকে! এরমধ্যে ম্যাক্স ব্রায়ান্ট হয়েছেন রানআউট; স্যাম হেজল্যাট আর জিমি পিয়ারসন হয়েছেন ইংলিশ পেসারের শিকার। তিন ওভারে ব্রিসবেন হিটের সংগ্রহ ৫ উইকেটে ১৫ রান; সাকিবের উইকেট ৯ রানে ৪টি। পরে অবশ্য আরও এক ওভার বল করেছেন ইংলিশ পেসার, কিন্তু কোনো উইকেটের এখা পাননি।