দিনের শুরুতে মনে হচ্ছিলো শুভমান গিল হয়তো পেয়ে যাবেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি। তবে কাইল জেমিসনের দুর্দান্ত ডেলিভারিতে গিলের অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে।
তবে কানপুরে অভিষেক ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে শ্রেয়াস আইয়ার নিজের টেস্ট অভিষেকের দীর্ঘ অপেক্ষার সফল অবসান ঘটিয়েছেন। গিলের অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করেই কানপুর টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে ভারত। ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করেছে তারা।
দিনের শুরুতে জেমিসনের বলেই ১৩ রানে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। এরপর শুভমান গিল ও পুজারা ৬১ রানের জুটি গড়েন। গিল ফিফটি করে আউট হলেও পুজারা আবারও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন; টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২৬ রানে। এরপর ৩৫ রানে অজিঙ্কা রাহানেকেও বোল্ড করেন জেমিসন। তবে ১৩৬ বলে ৭৫* রানে শ্রেয়াস আইয়ার ও ১০০ বলে ঠিক ৫০* রানে অপরাজিত থেকে রবীন্দ্র জাদেজা দিন শেষ করে আসেন। কাইল জেমিসন নিয়েছেন ৪৭ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংস- ২৫৮/৪ (আইয়ার ৭৫, গিল ৫২; জেমিসন ৩/৪৭)