২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

অলিম্পিকঃ হাইজাম্প ইভেন্টের ফাইনালে উঠেছেন ব্র্যান্ডন স্টার্ক

- Advertisement -

অস্ট্রেলিয়ান অ্যাথলেট ব্র্যান্ডন স্টার্ক টোকিও অলিম্পিকের হাইজাম্প ইভেন্টের ফাইনালে উঠেছেন ৩০ জুলাই। মেডেল জয়ের লড়াইয়ে ১ আগস্ট মাঠে নামবেন এই অ্যাথলেট। ব্র্যান্ডন স্টার্ক অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ছোটো ভাই এবং অস্ট্রেলিয়া নারী দলের উইকেটরক্ষক অ্যালিসা হিলির দেবর।

বাংলাদেশের মানুষের কাছে মিচেল স্টার্ক অনেক পরিচিত মুখ হলেও তার ছোটো ভাই ব্র্যান্ডন স্টার্ককে হয়তো খুব একটা চিনতোনা মানুষ। অ্যাথলেট ব্র্যান্ডন টোকিও অলিম্পিকে হাই জাম্প ইভেন্টের ফাইনালে উঠে, এসেছেন খবরের শিরোনামে। রবিবারের ফাইনালে ব্র্যান্ডন গোল্ড মেডেল জিততে পারলে ভাই ভাবির পর তিনিও নিজের খেলায় সর্বোচ্চ পর্যায়ে জয়ের স্বাদ পাবেন।

শুক্রবার হাই জাম্প ইভেন্টের প্রথম রাউন্ডে ২.২৮ মিটার লাফিয়ে ফাইনাল নিশ্চিত করেন স্টার্ক পরিবারের ছোটো জন। ফাইনালে তিনি লড়বেন আরও বারো জন অ্যাথলেটের বিরুদ্ধে। এর আগে ২০১৬ রিও অলিম্পিকের ফাইনালেও উঠেছিলেন ব্র্যান্ডন। ২০১৫ সালে প্রথম যুব অলিম্পিকে রৌপ্য মেডেল জিতেছিলেন ব্র্যান্ডন স্টার্ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img