১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

অলিম্পিক: রবিউলের পর বাদ সামিউলও

- Advertisement -

অলিম্পিকে কখনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবারও সেই সম্ভাবনা নেই বললেই চলে। তাই বলে তো আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে মুখ ফিরিয়ে তো আর নেওয়া যায় না। বরাবরের মতো এবারও অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তবে ফল সেই আগের মতোই ‘শূন্য’। একদিন আগেই ১০ মিটার এয়াররাইফেলের বাছাইপর্ব উতরাতে পারেননি রবিউল ইসলাম। এবার তার সঙ্গী হয়েছেন সাঁতারে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করা সামিউল ইসলাম।

১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু। সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন সেমিফাইনালে।

৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img