এশিয়া কাপের ১৭ জনের তালিকাতে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের, তা অনেক পুরনো খবর। এমনকি স্টান্ডবাইয়েও নেই এই অলরাউন্ডারের নাম। তবে এই টুর্নামেন্টে না থাকলেও ঠিকই টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছেন রিয়াদ। তাইতো আট জনের বিশেষ অনুশীলন ক্যাম্পে আছেন তিনি। কিন্তু প্রথম তিন দিন দেখা যায়নি রিয়াদকে। তবে বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
প্রথম তিন দিন ক্যাম্পে মাহমুদউল্লাহ না আসায় ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা চলছিলো তাঁকে নিয়ে। অনেকেই ভেবেছিলেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকার অভিমানে ক্যাম্পে আসেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। এমনকি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ায়ও ছিলেন না মিডল-অর্ডার এই ব্যাটার। তবে জানা গেছে, অসুস্থ মায়ের পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি নিয়ে ময়মনসিংহে গিয়েছিলেন রিয়াদ। সেখান থেকে ফিরে বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যেখানে আগে থেকেই আছেন তামিম ইকবাল-সৌম্য সরকাররা।
দলের ব্যাকআপ ক্রিকেটার ইনজুরিতে পড়লে সুযোগ পেতে পারেন রিয়াদ এমনটিই জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেছিলেন, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সময় জাতীয় দলের অন্তর্ভূক্ত হয়, একটা সময় বাদ পড়ে। সো এটা অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। যদি বিশ্বকাপে টিম ম্যানেজমেন্ট মনে করে যেই একটা ব্যাকআপ প্লেয়ার ইনজুরড কেউ হয় তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি কোনো প্লেয়ারকে মনে করে সেখানে রিয়াদকে রাখা দরকার তখন হয়তো রাখবে”
এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বৈশ্বিক আসরে খেলবে টাইগাররা। টুর্নামেন্ট চলাকালীন কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পড়লে বিকল্প ক্রিকেটার তৈরী থাকার ভাবনায় আট জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প করছে টিম ম্যানেজমেন্ট।