২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

- Advertisement -

রোড লেভার অ্যারেনায় লড়াইটা ছিল জাপান বনাম যুক্তরাষ্ট্রের। সেখানে পরাজয় যুক্তরাষ্ট্রের, জিতেছেন জাপানিজ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককে দ্বিতীয় বারেরতো চ্যাম্পিয়ন হয়েছেন নাওমি ওসাকা। আর অন্যদিকে ইতিহাস গড়া হলো না জেনিফার ব্র্যাডির। কোন গ্র্যান্ড স্লামে এবারই প্রথম ফাইনালে নাম উঠিয়েছিলেন এই মার্কিনি। ২০১৯’র পর আবারও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নাওমি ওসাকা। এটি তার চতুর্থ গ্র্যান্ড স্লাম। গেল বছর ইউএস ওপেনের শিরোপাটাও জিতেছিলেন নাওমি।

ফাইনালের মঞ্চে প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেন জেনিফার। অন্য কিছুর আভাসও দেন। কিন্তু জাপানিজ নাওমির ক্ষিপ্রতায় পেরে উঠেননি। ৬-৪ ব্যবধানে হারেন প্রথম সেট। দ্বিতীয় সেটে খুব বেশি পাত্তা পাননি জেনিফার। ৬-৩ ব্যবধানে হেরে যান। চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় ওসাকা জানান ” আমি আমারা ভক্তদের কাছে কৃতজ্ঞ। তাদের উৎসাহে এতদূর আসতে পেরেছে, ধন্যবাদ জানাই উপস্থিত দর্শকদের, গেলবার গ্র্যান্ড স্লামে দর্শকবিহীন খেলতে হয়েছিল। দর্শকরাই হচ্ছেন খেলার আসল প্রাণ”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img