ম্যাচ হেরে এমনিতেই মনটা ভালো নেই অজি ক্রিকেটারদের। তারপর আবার আর্থিক ক্ষতি। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চারটি পয়েন্টও হারিয়েছে টিম পেইনের দল।
৮ উইকেটে মেলবোর্ন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন জারিমানার এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার অধিনায়ক অভিযোগ মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে স্বাগতিকরা।
আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে, প্রতি এক ওভার কমের জন্য কাটা হয় দুই পয়েন্ট।
শাস্তি কার্যকরের পর অস্ট্রলিয়া ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট এখন ৩২২। শীর্ষস্থানটাও দখলে আছে। আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে