বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচ শুরুর পূর্বে দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া বড় ম্যাচের দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই অজিরা হয়ে উঠে অপ্রতিরোধ্য।
“অস্ট্রেলিয়া বড় ম্যাচের দল। যতো বড় ম্যাচ, ততোই ভালো খেলে তারা। পাকিস্তানকে জিততে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে”-নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম
তবে, ইনজামামকে আশা দেখাচ্ছে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম। এক ফখর জামানকে বাদ দিলে রান পাচ্ছেন প্রত্যেকেই। অপরদিকে, টপঅর্ডার ব্যাটসম্যানদের ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে সেভাবে রান পেতে দেখা যায়নি কাউকেই। এসব ভেবেই বেশ আশাবাদী ইনজামাম, “ভারত-পাকিস্তান ম্যাচের পর এই ম্যাচটাই হতে যাচ্ছে বাবর আজমের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে, একটা জায়গায় তারা বেশ এগিয়ে থাকবে অস্ট্রেলিয়ার তুলনায়। পাকিস্তানের সব ব্যাটসম্যানরাই যখন ফর্মে আছেন তখন তাদের ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং মিচেল মার্শ ছাড়া রান পাচ্ছেন না কেউই।”
ফাইনালে কে হবে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সেটা সময়ই বলে দিবে। তবে, বিশ্বকাপের এই আসরে যে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান দল, সেটা তাদের বিশ্বকাপ যাত্রাটার দিকে তাকালেই বোঝা যায়। কোনো ম্যাচ হারেনি মেন ইন গ্রিনরা, প্রহর গুনছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার।