ওপেনিংয়ে নেমে ধীরস্থির শুরু করেন বলে অনেকেই তার ওপর বীতশ্রদ্ধ। তবে পিচ কন্ডিশন বিবেচনায় তার ব্যাটিংয়ের এই ধরণই আজকে কাজে দিলো। শুরু থেকে হাল ধরে থেকেছেন, তার ভরসায় অপরপ্রান্তে হাত খুলেছেন সাকিব মুশফিকেরা। দলের পরিকল্পনা অনুযায়ী নিজের রোল শতভাগ পালন করেই নিজেও তুলে নিয়েছেন ৪৪ বলে তুলে নিয়েছিলেন পঞ্চাশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৩.৪ ওভারে ১০৩/২ । নাইমের ফিফটির পাশাপাশি ২৪* রান করে অপরাজিত আছেন মুশফিক।