প্রথম টেস্টে জয় নিশ্চিত করা গেছে, কিন্তু তাতেও যেন নিশ্চিন্তে থাকতে পারছে না অস্ট্রেলিয়া দল। ডেভিড ওয়ার্নার আর জস হ্যাজেলউডের ইনজুরিতে দেখা দিয়েছে সংশয়; শেষ অব্দি দুজনই যদি অ্যাডিলেডে খেলতে না পারেন, তাহলে কিছুটা সমস্যায় তো পড়তেই হবে অজিদের। তবে, এখনই আশা হারাচ্ছেন না অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কামিন্স কথা বলেছেন দুই সতীর্থের ইনজুরি নিয়ে। জস হ্যাজেলউডকে নিয়ে বলতে গিয়ে কামিন্স জানিয়েছেন, “হ্যাজেলউডের চোটটা সাইড স্ট্রেইনে। আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য সে। তাই, বিশ্রাম দিয়ে বোলিং করিয়েছি। তাকে পুরো মৌসুমের জন্যই বিপদে ফেলতে চাইনা। এজন্য সময় নিতে চাই।”
তবে, ওয়ার্নারকে নিয়ে আশাবাদী অধিনায়ক, “সে একটা চোট পেয়েছিল। এখনও ব্যথা আছে তার। তবে, আশা করছি সে অ্যাডিলেডে ফিরবে। তাকে পর্যবেক্ষণের মধ্যেই আপাততো রাখতে চাই।”
যদি শেষ অব্দি এই দুই খেলোয়াড়কে একাদশে না পাওয়া যায়, তাহলে তাদের জায়গায় দেখা যেতে পারে উসমান খাজা এবং ঝাই রিচার্ডসনকে।