২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অ্যালেনের বদলি হিসেবে নিউজিল্যান্ড দলে হেনরি

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় অবস্থান করছে নিউজিল্যান্ড দল। মঙ্গলবার কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেনের করোনা পজিটিভ ধরা পড়ার কারণে বদলি হিসেবে পেসার ম্যাট হেনরিকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের জন্য দলে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডিসি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও আছেন হেনরি, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে।

করোনা পজিটিভ হয়েছেন ফিন অ্যালেন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল; সেখানে তিনটি ওয়ানডে ও এবং পাঁচটি টি -টোয়েন্টি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের পাকিস্তান সফরের দলে ছিলেন হেনরি, কিন্তু এখন তাকে ৩০ আগস্টেই নিউজিল্যান্ড থেকে ঢাকায় আসতে হচ্ছে। বিশ্বকাপের স্কোয়াডেও থাকার কারণে প্রস্তুতই ছিলেন হেনরি।

“হেনরিকে পাঠানোর সিদ্ধান্তে বেশ কয়েকটি বিষয় কাজ করেছে। ঢাকায় আসার সময় টিকা এবং আইসোলেশনের সময়কাল;  নিউজিল্যান্ডে ফিরে এমআইকিউ বেডের প্রাপ্যতা এবং অন্যান্য প্রার্থীদের কাজের চাপ, সবকিছুই বিবেচনা করা হয়েছিল” এনজেডসি হঠাৎ হেনরিকে ডাকার পিছনের কারণ ব্যাখ্যা করে বলেছেন

টপঅর্ডার ব্যাটসম্যানের বদলি হিসেবে ব্যাটসম্যান না ডেকে একজন বোলারকে ডাকাটা অবাক করেছে অনেককেই। যেখানে অজি ব্যাটসম্যানরা বাংলাদেশে এসে নাকানি চুবানি খেয়ে গেল, সেখানে ব্যাটসম্যানের বদলি হিসেবে একজন বোলারকে ডাকা তো প্রশ্নের জন্ম দেবেই। কিন্তু, কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের সেরা বিকল্প হেনরিই।

“ম্যাট স্পষ্টতই অ্যালেনের বিকল্প নয়, কিন্তু তিনি আমাদের দল নির্বাচনে বাড়তি সুবিধা যোগ করবেন এবং বর্তমান পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত নোটিশে দলের সাথে যোগ দেওয়ার জন্য সবচেয়ে ভাল অবস্থানে ম্যাটই ছিলেন। তিনি কোভিড-১৯ ভ্যাকসিনেশনের দুটি মাত্রাই পেয়েছেন”- বলছিলেন স্টেড

পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দলে আছেন হেনরি

স্টেড বলেছিলেন যে, দ্য হান্ড্রেড খেলার পর সাতদিনের আইসোলেশনে যারা আছেন, তাদের তিনি ঢাকায় ডাকবেননা। এতে তাদের ওপর বাড়তি চাপ কাজ করতে পারে।

“এবং, বর্তমান পরিবেশে, আমরা খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন রয়েছি এবং সেইসাথে খেয়াল রাখছি তাদের ওপর যেন বাড়তি চাপ না কাজ করে”- স্টেড যোগ করেছেন।

এদিকে, অ্যালেন কিউই দলের ডাক্তার প্যাট ম্যাকহুগের তত্ত্বাবধায়নে ঢাকাতেই দলের সঙ্গে থাকবেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img