যে প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে গড়েছেন ইতিহাসের পর ইতিহাস, যে লিগ তাঁকে দিয়েছে অজস্র ভক্ত-সমর্থকের ভালোবাসা ও শ্রদ্ধা, সেই স্মৃতির প্রিমিয়ার লিগে আবারো ফিরে আসলেন স্টিভেন জেরার্ড। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে।
না, না লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপই আছেন, সাড়ে তিন বছরের চুক্তিতে জেরার্ডকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলা।
OFFICIAL: Steven Gerrard is confirmed as Aston Villa’s new coach ✍️ pic.twitter.com/n8cBPeP3Xl
— B/R Football (@brfootball) November 11, 2021
এই মৌসুমে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে আছে অ্যাস্টন ভিলা, স্মিথের অধীনে টানা পাঁচ ম্যাচ হারের পর ভিলা কর্তৃপক্ষ গত রবিবার বিদায় জানিয়ে দিয়েছে কোচ ডিন স্মিথকে। তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন ‘স্টিভি জি’।
“ইংলিশ ফুটবলে অ্যাস্টন ভিলা একটি ঐতিহ্যবাহী ক্লাব যার ইতিহাস খুব সমৃদ্ধ। আমি এই ক্লাবের হেড কোচ হিসেবে নিযুক্ত হতে পেরে খুবই গর্বিত।”- জানিয়েছেন জেরার্ড
৪১ বছর বয়সী সাবেক লিভারপুল অধিনায়ক এর আগে ছিলেন স্কটিশ ক্লাব রেঞ্জার্সের কোচ। রেঞ্জার্সকে জিতিয়েছেন এক দশকের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা।