২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আইচের কন্ঠে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রত্যয়

- Advertisement -

তৃতীয় যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে আফগানদের বিপক্ষে সিরিজ জিতে নিল টাইগার যুবারা। সেঞ্চুরি করে সেই জয়ে বড় অবদান রেখেছেন যুব ব্যাটসম্যান আইচ মোল্লাহ। খেলেছেন ১০৮ রানের এক ঝলমলে ইনিংস।

ম্যাচশেষে এক ভিডিওবার্তায় নিজের সেঞ্চুরি ও দলের জয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন আইচ। কথা বলেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখা নিয়েও।

“খুবই ভাল লাগছে। এটাই আমাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। সেখানে আমি আজকে সেঞ্চুরি করলাম। খুবই ভালো অনুভূতি এটা। আমাদের কোচ, ম্যানেজারসহ কোচিং স্টাফের প্রতিটি সদস্য আমাদের পেছনে অনেক পরিশ্রম করেছেন। সমর্থকদেরও অনেক ভালোবাসা পেয়েছি। এগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ”- বলেছেন আইচ

আইচ মোল্লাহ

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন আকবর-শামীম-শরিফুলরা। আইচ-নয়নরা তো তাঁদেরই উত্তরসূরী। আগামী বিশ্বকাপেও কি শিরোপা ধরে রাখতে পারবেন নতুন যুব টাইগাররা? এমন প্রশ্নের জবাবে আইচ বলেন,

“বিশ্বকাপেও এই জয়ের ধারা বজায় রাখার শতভাগ চেষ্টা থাকবে আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন“- যোগ করেন আইচ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সেখান থেকে দলকে উদ্ধার করেন আইচ। মফিজুল ইসলামের সাথে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ার পর চতুর্থ উইকেটে অধিনায়ক মেহেরব হোসেনকে নিয়েও ৫৩ রানের জুটি গড়েন আইচ; যেখানে মেহেরবের অবদান মাত্র ৭! শেষদিকে আব্দুল্লাহ আল মামুনের সাথেও ৪৯ রানের জুটি গড়েন এই ১৯ বছর বয়সী।

সেঞ্চুরির পথে আইচ

৮টি চার ও ৪টি ছক্কায় ১৩০ বলে ১০৮ রান করে আউট হন আইচ। তাঁর দুর্দান্ত শতক ও শেষদিকে মামুনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ পায় ২২২ রানের পুঁজি। এরপর আফগানদের মাত্র ১০১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন পান ৫ উইকেট।

সিরিজের চতুর্থ ওয়ানডে ১৭ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img