ম্যাচ শেষে দুই ওপেনারকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন ভারতীয় অধিনায়ক। মোহাম্মদ রিজওয়ানের মাথায় দিয়েছেন হাতটা বুলিয়ে। পাকিস্তান ওপেনারদের একে একে শুভেচ্ছা জানিয়েছেন বাকিরাও। হাত মেলাতে ডাগআউট ছেড়ে মাঠে প্রবেশ ভারত দলের ‘মেন্টর’ মহেন্দ্র সিং ধোনির; উচ্ছ্বসিত পাকিস্তানের তরুণ খেলোয়াড়েরা।
কিছুক্ষণ পর ধোনিকে দেখা গেল শোয়েব মালিকের সাথে দাঁড়িয়ে একান্তে কথা বলতে। শুধুই কি মালিকের সাথে, ধোনি কথা বলেছেন বাকিদের সাথেও। তাদেরই একজন শাহনেওয়াজ দাহানি। আইডলকে পেয়ে উচ্ছ্বসিত দাহানি টুইট করে জানিয়েছেন নিজের অনুভূতি।
“অবিশ্বাস্যকর একটা রাত, পাকিস্তানের জয়ে ভীষণ খুশি। সেইসাথে আমার স্বপ্নের তারকা মহেন্দ্র সিং ধোনির সাথে দেখা হওয়ার উত্তেজনা কখনোই ভুলার মতো না”
what a night it was, Happiness of Pakistan's Victory and excitement of meeting one of my dream player @msdhoni can't be forgotten.❤️🤙🤙 pic.twitter.com/CWQjm4vDKa
— Shahnawaz Dahani (@ShahnawazDahani) October 25, 2021
ম্যাচ শেষে জয় পরাজয়কে ছাপিয়ে গিয়েছে দুই দলের খেলোয়াড়ের ভাতৃত্ববোধ। যেভাবে একে অপরকে বরণ করে নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, একসাথে হেসেছেন একজন আরেকজনের কাঁধে হাত রেখে তা অবিশ্বাস্যকর। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ক্যামেরার লেন্স খুঁজে নিয়েছে কোহলি-বাবরকেও। হাসিমুখে দুই দলের দুই অধিনায়ক দাঁড়িয়ে। কে জিতেছে, কে হেরেছে বোঝার উপায় নেই। এমন ম্যাচের এত সুন্দর সমাপ্তি তো চোখের জন্যও প্রশান্তির!