শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানদের বিশ্বকাপ যাত্রা। এশিয়া কাপে হারলে বিশ্বকাপে টাইগারদের হারাতে আত্মবিশ্বাসী আফগানিস্তান। দলটা অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির মুখে আত্মবিশ্বাসের সুর। আইপিএলে খেলা সাত প্লেয়ার আছে আফগান দলে। নতুন করে বিশ্বকাপে দলটির মেন্টর হিসেবে কাজ করছেন ভারতের হয়ে দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা অজয় জাদেজা।
“আপনারা জানেন, আমাদের ক্রিকেটাররা আইপিএলে অনেক খেলেছে। আবার অনেকে আছে যারা আইপিএল খেলেনি। তারাও এই কন্ডিশনে খেলেছে কারণ ভারত আমাদের হোম ভেন্যু ছিল। তো কন্ডিশন আমাদের চেনা। টুর্নামেন্ট জুড়ে আমরা এই সুবিধাটা নেবো” – বলেছেন শাহিদি
বিশ্বকাপের মতো আসরে আন্ডার-ডগ দলগুলোর হারানোর তেমন কিছুই থাকে না। আফগান অধিনায়ক অতীত নিয়ে ভাবতেই চান না। বলছেন, আগের চেয়ে ভালো অবস্থানে দল।
“আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইতিবাচক ক্রিকেট খেলার আর অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবছি না। আমরা চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চটা দিতে। আর আবারও বলছি, আমি অধিনায়ক হিসেবে বলবো, আমি আত্মবিশ্বাসী কারণ দল আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আগেও ভালো ছিল, কিন্তু এবার আরও ভালো হবে।“
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি আফগানিস্তান। তবে গুরবাজ, ফারুকি, রশীদদের নিয়ে গড় দলটাকে কোনোভাবেই খাটো করে দেখার উপায় নেই।