‘ড্রাফট’ নয়, আগামী বছর থেকে আইপিএলের আদলে ‘নিলাম’ পদ্ধতিতে পিএসএল আয়োজন করতে চান পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। রমিজের মতে, এই ধরনের পরিবর্তন তাদের টি-টোয়েন্টি এই টুর্নামেন্টকে আর্থিকভাবে আরো বেশি লাভবান করতে সাহায্য করবে। ফলে আইপিএলের মতো পিএসএলকেও বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিবেচনা করা হবে।
“আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের কাছে এখন পিএসএল এবং আইসিসি তহবিল ছাড়া আর কিছুই নেই। আগামী বছর থেকে পিএসএলের বর্তমান মডেলটি আমি পরিবর্তন করতে চাই। পরের বছর থেকে একটি নিলাম মডেল তৈরি করব। তবে, এ ব্যাপারে আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আলোচনায় বসব”-বলছিলেন রমিজ
রমিজ মনে করেন, নিলাম পদ্ধতিতে পরিবর্তন পিএসএলের মানকে আরো উন্নত করবে এবং আইপিএলের মতো লাভজনক করে তুলবে। এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, “এটি টাকার খেলা। পাকিস্তানে যখন ক্রিকেট অর্থনীতি বৃদ্ধি পাবে, তখন আমাদের সম্মান বাড়বে। সেই আর্থিক অর্থনীতির মূল চালক পিএসএল। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, তবে এটিকে আইপিএলের কাতারে ফেলতে পারব। এরপর দেখব কে পিএসএলে, আর কে আইপিএলে খেলতে যায়।”