২০০৮ সালে রাজস্থান রয়েলস এবং তার ঠিক ১০ বছর পর ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে দুই-দুইবার আইপিএল শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং অলরাউন্ডার শেন ওয়াটসন। অবসর নেয়ার ২ বছর পর আবারো তিনি ফিরতে যাচ্ছেন আইপিএলে। তবে, এবার আর কোনো ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেটার হিসেবে নন, বরং আইপিএলে যোগ দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস সহকারী কোচ হিসেবে।
‘ক্রিকবাজ’-এর এক রিপোর্ট অনুসারে, সাবেক এই অজি তারকাকে নিজেদের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস। দলের প্রধান কোচ হিসেবে এক অজি তারকা রিকি পন্টিং তো আছেনই, এবার সাবেক সহকারী কোচ মোহাম্মদ কাইফের জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক অজি শেন ওয়াটসন। দলের সাথে চুক্তিবদ্ধ হতে নাকি রাজিও হয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
২০০৮-২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছরের আইপিএল ক্যারিয়ারে চেন্নাই, রাজস্থান এবং বেঙ্গালুরুর হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। ব্যাট হাতে ৩৮৭৪ রান তোলার পাশাপাশি ওয়াটসন বল হাতে নিয়েছেন ৯২টি উইকেট।