আইপিএলের সর্বশেষ নিলামে ছিলেন অবিক্রিত। চেন্নাইয়ের সাথে ছিলেন চেনাইয়ের খেলা বারোটি আসরের সবগুলোতেই, এবার তারাও আগ্রহ দেখায়নি সুরেশ রায়নার প্রতি। তবে কেউ দলে টানলেও এবারের আইপিএলেও পাওয়া যাচ্ছে সুরেশ রায়নাকে। তবে বাইশ গজ কিংবা কোনো দলের ডাগআউটে নয়। রায়নাকে এবার দেখা যাবে আইপিএলের কমেন্ট্রি বক্সে।
আইপিএলের পনেরোতম আসরে হিন্দি ভাষায় কমেন্ট্রি করবেন রায়না। ইতোমধ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। তাঁর সাথে হিন্দি কমেন্ট্রিতে দেখা যাবে ভারতের সাবেক ক্রিকেটার, কোচ এবং বিখ্যাত ধারাভাষ্যকার রবি শাস্ত্রিকে। ধারাভাষ্যকার হিসেবে রবি শাস্ত্রির আছে অনেক দিনের খ্যাতি। তবে এবারই প্রথম হিন্দিতে কমেন্ট্রিতে দেখা যাবে তাকে। দীর্ঘ প্রায় সাত বছর ভারতের কোচ থাকায়, লম্বা বিরতির পর আইপিএলের কমেন্ট্রিবক্সে দেখা যাবে তাকে।
আইপিএলের প্রথম ১৪ আসরের সব গুলোতে খেলেছেন রায়না। চেন্নাইয়ের হয়ে জিতেছেন চারটি শিরোপা। আইপিএলে ২০৫ ম্যাচে ৩২.৫২ গড়ে ১৩৬.৭৩ স্ট্রাইক রেটে রায়না রান করেছেন ৫৫২৮ রান। আছেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে।