১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

আইপিএলে বাড়তে পারে দল সংখ্যা

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসর পর্যন্ত অংশগ্রহন ছিল ৮ দলের। তবে আগামী আসরেই বেড়ে যেতে পারে দল সংখ্যা। কুড়ি ওভারি এই ফ্যাঞ্চাইজি লিগের দল আট থেকে দশে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।

চলতি মাসের ২৪ তারিখে বসবে বিসিসিআইয়ে সভা। যেখানে সিদ্ধান্ত হবে আইপিএলের পরবর্তী আসরের দল সংখ্যা নিয়ে। এছাড়াও সিদ্ধান্ত আসবে নতুন ৩ জাতীয় নির্বাচক এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ভারতের প্রতিনিধি ঠিক করার ব্যাপারে।

আইপিলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি একটি আসতে পারে আহমেদাবাদ থেকে। অন্যটি লখনউ বা কানপুর থেকে। শোনা যাচ্ছে পুনের নামও।

নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ব্যাপারে আগ্রহী আদানি গ্রুপ ও আরপিজি। আগ্রহী দুই গ্রুপের অন্যতম আরপিজি  এর আগেও ছিল আইপিএলের সাথে যুক্ত। রাইজিং পুণে সুপারজায়ান্টস নামের ফ্র্যাঞ্চাইজিটি ছিল তাদেরই অধীনে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img