১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

আইসিসির লেভেল-৩ কোচ হলেন আশরাফুল

- Advertisement -

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন আশরাফুল নিজেই।

সোমবার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে আশরাফুল লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমার দক্ষতা বাকিদের সাথে ভাগাভাগি করে নিতে এবং অনুপ্রাণিত করতে খুবই উৎসুক। ইন শা আল্লাহ, ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল-২ করেছিলেন আশরাফুল। এ বছরের মে মাসে শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে লেভেল-৩ এর কোচিং কোর্সে যোগ দেন আশরাফুল। আইসিসিতে কর্মরত আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সেই কোর্সে ছিলেন রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল, ইকবাল সিকান্দার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img