২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আইসিসির স্বীকৃতিই প্রমাণ করে বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল: সাকিব

- Advertisement -

বৃহস্পতিবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করা হয়। এক কিংবা দুইজন নয়, তালিকায় জায়গা পেয়েছে তিন-তিনজন বাংলাদেশি ক্রিকেটার! বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে রয়েছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানও। আইসিসি কর্তৃক এমন সম্মাননা পেয়ে গর্বিত সাকিব। ওয়ানডেতে বাংলাদেশকে অন্যতম শক্তিশালী দল বলেও মনে করেন তিনি।

“আমার কাছে মনে হয়, বেশ কয়েক  বছর ধরেই দেশে এবং দেশের বাইরে আমরা ওয়ারডেতে ভালো দল । এটা তার একটি স্বীকৃতি যে , বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে”- বলছিলেন সাকিব  

ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ

সাকিব মানেই যেন রেকর্ডের ফুলঝুরি! ২০২১ সালটা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য ছিল চমৎকার একটি বছর। ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে দুইটি অর্ধশতকসহ করেছেন ২৭৭ রান এবং বল হাতে পেয়েছেন ১৭টি উইকেট। দলের প্রশংসা করার পাশাপাশি নিজের এমন সাফল্যেও খুশি সাকিব আল হাসান, “ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আইসিসি থেকে সম্মাননা পেলে তো ভালোই লাগে।”    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img