পাল্লেকেলেতে বাংলাদেশের জয় পেতে গড়তে হবে ইতিহাস, ইতিহাসের চেয়েও হয়তো বেশি; অবিশ্বাস্য কিছু। সেই অবিশ্বাস্য পথের টাচলাইন ছুঁতে কোনো একজনকে হতে হবে কাইল মায়ার্স। খেলতে হবে অতিমানবীয় ইনিংস। কে হবেন? পজিটিভি ক্রিকেটের আভাস দিয়ে তামিম ইকবালতো ফিরে গেলেন, সাইফ হাসানেরও হয়তো তাড়া ছিল। ৪৩৭ রানের লক্ষ্যতো বহুদূর, চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান।
বাংলাদেশ এই টেস্ট জিতবে, এমন কথা বলার মানুষ খুঁজে পাওয়া হয়তো দুস্করন হবে। ড্র’তো জয়ের চেয়েও কঠিন। তবুও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা পাবে পাশমার্ক, কারণ দূরের লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করেছে জয়ের জন্যে। তামিম ইকবাল আর সাইফ হাসান দুজনের স্ট্রাইক রেটই ছিল প্রশংসা পাওয়ার যোগ্য। তবে তাদের ফেরা বাংলাদেশের সম্ভাবনার আকাশে জ্বলতে থাকা শেষ নক্ষত্রকেও আঁড়াল করেছে। কফিনে শেষ পেরেক পড়েছে চা বিরতির ঠিক আগে নাজমুল হোসেন শান্তর বিদায়ে।
Bangladesh have lost their openers!
They are 73/2, needing 364 to win.#SLvBAN | #WTC21 | https://t.co/gHzrfGN3qQ pic.twitter.com/sDlRlfWLYs
— ICC (@ICC) May 2, 2021
অন্যদিকে দিনের শুরুতে দ্রুত রান তোলার চেষ্টায় ছিল শ্রীলঙ্কা। সেই সুযোগটাই নিয়েছেন তাইজুল ইসলাম। শ্রীলঙ্কান স্পিনারদের মতো বলে টার্ন পাননি, তবে তার ৫ উইকেট বাংলাদেশের বোলিং ইউনিটকে দিয়েছে স্বস্তি, স্বাগতিক দলের দশ উইকেটের নয়টাই নিয়েছেন স্পিনাররা, বাকি একটি উইকেট তাসকিন আহমেদের দখলে।
জিতলে হলে এখনও বাংলাদেশকে করতে হবে ৩২৫ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট। বাকি চার সেশন। ‘ক্রিকেট, দ্য গেইম অব গ্লোরিয়াস আনসার্টেনিটি’, বাংলাদেশের আশা হয়তো সেখানেই, তবে সবকিছুর বিবেচনাতেই এগিয়ে শ্রীলঙ্কা।