২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আগের ম্যাচের তুলনায় আজকের উইকেট ভালো ছিল: রিয়াদ

- Advertisement -

শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টান টান উত্তেজনাকর ম্যাচে কিউইদের ৪ রানে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে আটটি টি-টোয়েন্টি ম্যাচ জিতলো টাইগাররা।  ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকা টাইগাররা টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয়ের সামনে দাড়িয়ে। ম্যাচ শেষে দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে কথা বলেছেন টাইগার দলপতি রিয়াদ।

৪ রানে জিতেছে টাইগাররা

রিয়াদ জানিয়েছেন আজকের উইকেটটা সময়ের সাথে সাথে ভালো হতে শুরু করেছিলো, ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হচ্ছিলো।

“আগের ম্যাচের তুলনায় আজকের উইকেট ভালো ছিল। দিনে আমরা যখন ব্যাটিং করি, তখন পিচে কিছুটা স্পিন ধরছিলো। কিন্তু, রাত্রে ফ্লাডলাইটের আলোয় উইকেট ভালো হতে শুরু করে। বোলাররা দারুণ করেছে”- বলছিলেন রিয়াদ

দুজনে ছিলেন দুর্দান্ত

দুই ওপেনার লিটন দাস এবং মোহাম্মদ নাইম শেখকে প্রসংশায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক। তার কথায় স্পষ্ট আজকের ওপেনিং জুটিতে যে তিনি ভীষণ সন্তুষ্ট।

“নতুন বলে মিরপুরের উইকেটে ব্যাট করা সমসময়ই কঠিন। আমার মনে হয়, নাইম-লিটন দুর্দান্ত ব্যাটিং করেছে। পাওয়ারপ্লেতে আমাদের যেমন শুরু দরকার ছিল, ঠিক তেমনি শুরু এনে দিয়েছে ওরা। দুইজন মিলে যেভাবে গ্যাপগুলোকে কাজে লাগিয়েছে, রান বের করেছে সেটা দেখার জন্য প্রশান্তির। মিডলে আমাদের কয়েকটা ভালো জুটি হয়েছে। সবশেষে ১৪১ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছি, আমার মনে হয় মিরপুরের পিচে এটা খুব ভালো স্কোর”- ব্যাটিং নিয়ে বলছিলেন রিয়াদ

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে রোববার বিকেল চারটায় মাঠে নামবে দুই দল। রোববারের ম্যাচে জয় লাভ করলে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্স বিশ্বকাপে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img