১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

আঙ্গুলের ইনজুরিতে মুশফিক, ৭ দিনের বিশ্রামে

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ইনজুরিতে পড়েছেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের। মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে ম্যাচে বাম হাতের তর্জনীতে চোট পান তিনি।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

জুলাইতে বাংলাদেশের জিম্ববুয়ে সফর, তার আগেই চোটের কবলে জাতীয় দলের বেশ কযেকজন গুরুত্বপূর্ন ক্রিকেটার। তামিম ইকবাল, তাসকিন আহমেদের পর এবার আঙ্গুলের চোটে ডিপিএলে আর মাঠে নামবেন না মুশফিকুর রহিম। আশার কথা মুশফিকের ইনজুরি খুব বেশি গুরুতর নয়।

ছবিঃ ইন্টারনেট
মুশফিকুর রহিম ছিলেন দুর্দান্ত। ছবিঃ ইন্টারনেট

মুশফিকের ইনজুরি প্রসংগে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, “স্ক্যান রিপোর্টে মুশফিকের বাঁহাতের তর্জনীর হাড়ে হালকা চিড় ধরা পড়েছে। আমরা তাকে এক সপ্তাহ বিশ্রাম দিয়েছি। এই এক সপ্তাহ সে চোট পাওয়া হাত দিয়ে ব্যাটিং বা অন্য কিছু করতে পারবেনা”

আশার কথাটাও দেবাশীষ চৌধুরীই শুনিয়েছেন। বলেছেন, “এক সপ্তাহ পর আমরা ওর (মুশফিক) হাতের অবস্থা দেখবো। আশা করি, জিম্বাবুয়ে যাওয়ার আগেই সে সেরে উঠবে”

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্ট শুরু হতে এখনো বাকি দুই সপ্তাহের বেশি। বিসিবি চিকিৎসকের কথা অনুযায়ী, এই সময়ের মধ্যেই মুশফিকের সেরে ওঠার কথা। সাতদিন পর যদি তর্জনির চোট ভাল অবস্থায় থাকে, তাহলে টেস্টের আগে অনুশীলনটাও ঠিকঠাক করে নিতে পারবেন মুশফিকুর রহিম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img