২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আজ রাতেই আইপিএলে যাচ্ছেন সাকিব-মুস্তাফিজ

- Advertisement -

১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে  শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। এই সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় আইপিএলের বাকি অংশে দেখা যাবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকেও। সব ঠিক থাকলে রোববার দিবাগত রাত একটায় দেশ ছাড়বেন সাকিব এবং ফিজ।

রাতে দেশত্যাগ করবে সাকিব-ফিজ

প্রথম পর্বে চেন্নাই এবং কলকাতার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে টুর্নামেন্টটি মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলো বিসিসিআই। করোনার এই কঠিন পরিস্থিতিতে আইপিএলের বাকি পর্বের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও; ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে আবার শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব।

অজি সিরিজে সেরা ছন্দে ছিলেন দুজনেই

সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ২০ সেপ্টেম্বর; ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে। পরেরদিন মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। ৭ ম্যাচে ২টিতে জিতে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে এউইন মরগানের কলকাতা নাইট রাইডার্স; ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মুস্তাফিজের রাজস্থান রয়েলস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img