সোমবার মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যাবধানে জয় পেয়েছে। এই জয়ে মাদ্রিদ শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং পুনরুদ্ধার করেছে লা-লিগার পয়েন্ট টেবিলের শির্ষস্থান।
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৮ মিনিটেই শুয়ামেনির বাড়ানো বলে অসাধারণ এক গোল করে লস ব্লানকোসদের আগিয়ে দেন ব্রাজিলিয়ান উইংগার রাদ্রিগো। এরপর ৩৬ মিনিটে ভালবার্দে গোল করলে রিয়াল ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।
ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে হেরমাসোর গোলে আশা খুজে পায় আতলেতিকো। যদিও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি সিমিওনে বাহিনী। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে রাদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হেরমাসোকে।
এই জয়ে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ২ পয়েন্টর ব্যাবধানে লা-লীগার শির্ষস্থানে অবস্থান করছে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচ খেলে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার সাত নাম্বারে রয়েছে আতলিতিকো।