২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আন্তর্জাতিক ক্রিকেটকে টেইলরের বিদায়

- Advertisement -

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে; ম্যাচের আগে ইনস্টাগ্রামের এক পোস্টের মাধ্যমে ব্রেন্ডন টেইলর জানালেন এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। ক্রিকেটটাকে যে বিদায় জানাতে চলেছেন জিম্বাবুয়ে তারকা! ১৭টি বছর পেরিয়ে গেছে অভিষেকের, ক্যারিয়ারে দেখেছেন অসংখ্য উত্থান-পতন। দেশটা জিম্বাবুয়ে বলেই হয়ত একটু বেশিই দেখেছেন। তবুও, ক্রিকেটটা ভালবেসেই খেলে গেছেন টেইলর।

“আয়ারল্যান্ডের সাথে সোমবারের ম্যাচটিই জিম্বাবুয়ের জার্সি গায়ে আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। ১৭টা বছর অনেক উঠানামার মধ্য দিয়ে গেলেও আমি মুহুর্তগুলোকে বদলে ফেলতে চাইনা। এই মুহুর্তগুলোই আমাকে আরো পরিণত করেছে”- ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন টেইলর

২০০৪ সালে যখন অভিষেক হয় তখন লক্ষ্যটা ছিল দলকে ভাল একটা অবস্থানে পৌছে দেয়ার। কতটুকু পেরেছেন সেটা না জানলেও বিশ্বাস করেন দল ভাল অবস্থানেই আছে।

“২০০৪ সালে প্রথম যখন দলে ডাক পাই, তখন লক্ষ্য ছিল দলকে ভাল কোনো অবস্থানে রেখে যাওয়া। আমার মনে হয়, সেটা করতে পেরেছি”- লিখেছেন টেইলর

টেস্টে বাংলাদেশের সাথে ছিলেন দুর্দান্ত ফর্মে

২০০৪ সালে বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক; খেলেছেন ২০৪টি ওয়ানডে। গড়টাও খারাপ নয়; ১১টি সেঞ্চুরির সঙ্গে ৩৯টি ফিফটিতে ৩৫.৭০ গড়ে করেছেন ৬৬৭৭ রান। শেষ ম্যাচে যদি শতকের দেখা পান, হওয়ার সম্ভাবনা আছে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক। দেশটির হয়ে এখন অব্দি ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি রান আছে শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের (৬৭৮৬);  ফ্লাওয়ারকে ছাড়িয়ে যেতে টেইলরের প্রয়োজন তাই আরও ১১০ রান।

১৭ বছরে টেস্ট খেলেছেন মাত্র ৩৪টি; ৩৬.২৫ গড়ে করেছেন ২৩২০ রান। বাংলাদেশের সাথে টেস্টে ছিলেন দুর্দান্ত; গড়টাও তাই ৬২ প্রায়। টি-টোয়েন্টি খেলেছেন ৪৫টি; ২৩.৯৪ গড়ে করেছেন ৯৩৪ রান। জিম্বাবুয়ের হয়ে ৭১টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন টেইলর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img