২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আন্তর্জাতিক ক্রিকেটকে পোলার্ডের বিদায়

- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক কাইরন পোলার্ড। বুধবার নিজের ইন্সটাগ্রাম আইডিতে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকা।

“অনেক ভেবেচিন্তে আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক তরুণদের মতো আমিও যখন ১০ বছরের বালক ছিলাম তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি এবং আমি গর্বিত যে, ১৫ বছরের বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ও টি-টোয়েন্টি দলে প্রতিনিধিত্ব করতে পেরেছি”-বলছিলেন পোলার্ড 

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে প্রথমবারের মতো অভিষেক ঘটে তাঁর। পুরোনো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, “আমার শৈশবের নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, তা আমি এখনও প্রাণবন্তভাবে মনে করতে পারি। এই মেরুন রঙের জার্সিতে জাতীয় কিংবদন্তিদের সাথে খেলতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার; যা আমি কখনোই হালকাভাবে নিইনি, হোক সেটা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং।”    

পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ব্যাট হাতে ২৭০৬ রান ও বল হাতে ৫৫টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও, টি-টোয়েন্টিতে ১৫৬৯ রানসহ ৪২টি উইকেট আছে তাঁর ঝুলিতে। তবে, দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কখনো টেস্ট খেলেননি এই অলরাউন্ডার।

বর্তমানে,মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল মাতাতে ভারতে অবস্থান করছেন কাইরন পোলার্ড। জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই বেশি পছন্দ করেন এই ক্রিকেটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img