চার বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন চলমান, ‘চ্যাম্পিয়ন’ ডোয়েইন ব্রাভো তখন দিলেন মন খারাপ করা সংবাদ। এই বিশ্বকাপের শেষেই নাকি তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সকল সংস্করণ থেকে অবসর নেবেন। অর্থাৎ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।
12 years of T20Is. 7 World Cups. He has been integral to the rise of West Indies in the short format. A champion.
Happy retirement, @DJBravo47 🕺
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 5, 2021
এর আগেও দুইদফা অবশ্য এই ঘোষণা দিয়েছিলেন ব্রাভো তবে সেগুলো কার্যকর করেননি। তবে এইবছরের মাঝামাঝিতে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালীন কিরন পোলার্ড বলেছিলেন ব্রাভো নাকি ক্যারিবিয়ানে নিজের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলছেন। এবার ব্রাভো নিজের মুখেই তা নিশ্চিত করলেন ‘আইসিসি শো’তে-
“আমার মনে হচ্ছে সময় এসে গেছে। আমি একটি ভালো ক্যারিয়ার কাটিয়েছি। ১৮ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছি। হ্যা সবসময় আমার ক্যারিয়ার একরকম যায়নি। তবে পেছনে ফিরে তাকালে, এতোবছর ধরে এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ”- বলেছেন ব্রাভো
২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন ব্রাভো। ছিলেন ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্যও।
“তিনটি আইসিসি ট্রফি জয়, যার দুটি আমার ‘ক্যাপ্টেন’ ( নিজের বাম পাশে ড্যারেন স্যামিকে ইঙ্গিত করে) এর অধীনে। আমি একটি জিনিস নিয়েই গর্বিত যে এই যুগে এতো এতো নামীদামী ক্রিকেটারদের ভীড়ে বিশ্বমঞ্চে আমরা নিজেদের একটি আলাদা নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম, এবং সেটি প্রমাণ করতে আমাদের দেখানোর মতো শিরোপাও আছে।”-বলেছেন ব্রাভো