আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ব্যাটার ডাওয়িড মালান। ৩৭ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানলেন টি-টোয়েন্টির সাবেক নাম্বার ওয়ান ব্যাটার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটারের তকমা নিজের দখলে রেখেছিলেন ইংলিশ তারকা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে জয়ের পর হয়ে উঠেছিলেন টি-টোয়েন্টি দলের অটোচয়েস। ওই বছরই নিউজিল্যান্ড সফরে গিয়ে নেপিয়ারে ৪৮ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন মালান। পরের বছর মার্চেই মাত্র ২৪ ইনিংস খেলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও অবসর ঘোষণার দিনে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে তার অবস্থান ২৭ নম্বরে।
ইংল্যান্ডের জার্সিতে ২২টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালান। শতক রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই। মালান ছাড়া ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি কেবল জস বাটলারের। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেছেন মালান। ওয়ানডে ক্রিকেটে আছে ৬টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্জনে রয়েছে ১৬ ফিফটি ও এক সেঞ্চুরি ।